• ঢাকা
  • বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১, ৬ রবিউস সানি ১৪৪৬

বঙ্গবাজারে আগুন, এফবিসিসিআই সভাপতির শোক


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৩, ০৬:০২ পিএম
বঙ্গবাজারে আগুন, এফবিসিসিআই সভাপতির শোক

রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন।

মঙ্গলবার (৪ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ শোক প্রকাশ করেন তিনি।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন জসিম উদ্দিন। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি। ঈদের আগে এই দুর্ঘটনা ক্ষতিগ্রস্থ ব্যসযায়ীদের জন্য অপূরণীয় ক্ষতি উল্লেখ করেন।

এছাড়া, আগুন নিয়ন্ত্রণ এবং অগ্নিকাণ্ডে হতাহতদের উদ্ধারে যথেষ্ট আন্তরিক ও দায়িত্বপূর্ণ ভূমিকার জন্য ফায়ার সার্ভিস, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী এবং এফবিসিসিআই সেফটি কাউন্সিলসহ সাহায্যকারী সকলের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান এফবিসিসিআই সভাপতি।

Link copied!