• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

‘এমপি আনারের হত্যাকাণ্ড নিয়ে ফখরুলের বক্তব্য সমীচীন নয়’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মে ২২, ২০২৪, ০৮:০৭ পিএম
‘এমপি আনারের হত্যাকাণ্ড নিয়ে ফখরুলের বক্তব্য সমীচীন নয়’
বক্তব্য রাখছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি : সংগৃহীত

সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের হত্যাকাণ্ড নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য সমীচীন নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার (২২ মে) সন্ধ্যায় ‘সাংস্কৃতিক বৈচিত্র্যে সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ’ শিরোনামে সংস্কৃতিবিষয়ক উপকমিটি আয়োজিত সভায় তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, “আনারের হত্যাকাণ্ড নিয়ে ফখরুল বন্ধু রাষ্ট্র ভারতকে নিয়ে যা বলছেন, তা সমীচীন নয়। তাদের নেতা সালাউদ্দিন তো দিনের পর তিন ভারতে ছিলেন, তিনি তো খুন হননি। আনারকে হত্যায় জড়িত বাংলাদেশিরাই।”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “যারা ফিলিস্তিনে দিনের পর দিন গণহত্যায় সমর্থন দিয়ে যায়, শিশুদের হত্যা করে তারা কাকে নিষেধাজ্ঞা দিল, না দিল সেটা নিয়ে সরকারের মাথা ব্যথা নেই। বহুবিধ বৈশ্বিক সংকটের কারণে রিজার্ভ সংকট এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি।”

এর আগে দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে মির্জা ফখরুল বলেন, “আওয়ামী লীগের এমপি ভারতে নিখোঁজ হলো, তার কোনো খোঁজখবর দিতে পারল না। তাদের লক্ষ্য দুর্নীতি করা। ওটাও এমন কোনো ঘটনা কি না জানি না।”

Link copied!