• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ৪ জমাদিউস সানি ১৪৪৬

মারা গেছেন প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ৯, ২০২৪, ০২:০২ পিএম
মারা গেছেন প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ
প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ। ছবি : সংগৃহীত

তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ মারা গেছেন। শুক্রবার (৯ আগস্ট) বাংলাদেশ সময় সকাল ৬টায় যুক্তরাষ্ট্রের টেক্সাসে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির নেতা খান আসাদুজ্জামান মাসুম।

খান আসাদুজ্জামান মাসুম জানান, শেখ মুহাম্মদ শহীদুল্লাহ টেক্সাসে ছেলের বাসায় ছিলেন। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে নেওয়া সেখানে মারা যান।

তিনি আরও জানান, শেখ মুহাম্মদ শহীদুল্লাহকে দেশে নিয়ে আসার প্রক্রিয়া চলছে।

১৯৩১ সালের ৩১ জুলাই খুলনার দৌলতপুর গ্রামে শেখ মুহাম্মদ শহীদুল্লাহ জন্মগ্রহণ করেন। ১৯৪৬ সালে প্রথম বিভাগে ম্যাট্রিক, ১৯৪৮ সালে তৎকালীন ব্রজলাল একাডেমি থেকে ৩টি লেটারসহ আইএসসি, ১৯৫০ সালে বিএসসি পাস করেন তিনি।

১৯৫০ সালে আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে ভর্তি হন। ১৯৫৪ সালে পুরকৌশল বিভাগে প্রথম শ্রেণিতে প্রথম হয়ে পাস করেন ও গোল্ড মেডেল পান। পরবর্তীতে দেশের খ্যাতিমান প্রকৌশলী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।

Link copied!