রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়েছেন মো. জসিম উদ্দিন (৪৫) নামের এক ওমানপ্রবাসী।
বুধবার (৩০ আগস্ট) বিকেল ৫টার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। জসিম উদ্দিন কুমিল্লার দাউদকান্দি থানার রওশন মিয়ার ছেলে।
যাত্রাবাড়ী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শাহিন মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে যাত্রাবাড়ী থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে পাকস্থলী ওয়াশ করে ভর্তি করা হয়।
শাহিন মিয়া আরও বলেন, জসিম উদ্দিনের কাছে ওমান যাওয়ার পাসপোর্ট পাওয়া গেছে এবং আজই ওমান যাওয়ার তারিখ ছিল। এতে ধারণা করা হচ্ছে তিনি গ্রাম থেকে ওমানে যাওয়ার জন্য ঢাকায় আসেন।
তিনি জানান, জসিমের সঙ্গে থাকা লাগেজসহ সবকিছুই অজ্ঞানপার্টির সদস্যরা নিয়ে গেছে। তার জ্ঞান ফিরলে বিস্তারিত জানা যাবে।