• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

বিশ্বে দূষিত বায়ুর শহরের শীর্ষে ঢাকা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৩, ১০:২২ এএম
বিশ্বে দূষিত বায়ুর শহরের শীর্ষে ঢাকা

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে রাজধানী ঢাকা। সোমবার (১৬ অক্টোবর) সকাল ১০টার দিকে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১৮৩ নিয়ে রাজধানীর বায়ুর মান অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে। একিউআই স্কোর ১০১ থেকে ২০০ হলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়।

১৭৭ একিউআই স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে ভারতের দিল্লি। চীনের সাংহাই শহর ১৭১ একিউআই স্কোর নিয়ে তালিকার তৃতীয় ও ১৬৯ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর।

প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত সে সম্পর্কে তথ্য দেয়। পাশাপাশি সেই শহরের বাসিন্দাদের জন্য কোন ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে তা জানায়।

ক্রমবর্ধমান বায়ুদূষণের কারণে বিশ্বের অন্যতম দূষিত অঞ্চলে পরিণত হয়েছে দক্ষিণ এশিয়া। ফলে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে জনপ্রতি পাঁচ বছরের বেশি আয়ু কমতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!