বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে অর্থ যোগান এবং ৪৪ জন পুলিশ সদস্যকে হত্যার অভিযোগ তুলে জামাতা আলোচিত ব্যক্তি মুশতাক আহমেদ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতাসহ ৪৪৭ জনের নামে হত্যা মামলা করেছেন সিনথিয়া ইসলাম তিশার বাবা সাইফুল ইসলাম।
মামলার বাদী সাইফুল ইসলাম নিজেই সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। সাইফুল ইসলাম ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের উত্তর ঠাকুরগাঁও বকসের হাট বামনপাড়া গ্রামের মৃত ওয়াজেদ আলী ছেলে। বর্তমানে তিনি রাজধানীর উত্তর মুগদায় থাকেন, পেশায় একজন ব্যবসায়ী এবং ৩ নং আকচা ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক।
মামলায় সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনসহ ৪৪৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০ হাজার জনকে আসামি করা হয়েছে।
মামলার অভিযোগপত্রে বলা হয়, ২০২৪ সালের ১ জুলাই শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলন দমনে সরকার পরিকল্পিতভাবে দমন-পীড়ন চালায়। এই প্রক্রিয়ায় ৪৪ জন পুলিশ সদস্যসহ অন্তত ১ হাজার ৪০০ ছাত্র-জনতা নিহত হন, আহত হন হাজার হাজার মানুষ। তাদের অনেকেই চিরতরে পঙ্গুত্ববরণ করেন।
বাদী সাইফুল ইসলাম বলেন, “এই আন্দোলনে শুধু সাধারণ ছাত্র-জনতাই নয়, পুলিশেরও ৪৪ জন সদস্য নিহত হয়েছেন। অথচ এতদিনে কেউ মামলা করেনি। আমি চাই, এই ঘটনায় যারা দায়ী, তাদের কঠোর বিচার হোক। যাদের নির্দেশে গুলি চালানো হয়েছে, তাদেরও জবাবদিহির আওতায় আনা হোক।”
তিনি আরও দাবি করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠদের অর্থায়নে এবং পরিকল্পনায় হামলা ও হত্যাকাণ্ড চালানো হয়েছে। অর্থদাতা হিসেবে আলোচিত মুশতাক আহমেদকেও মামলায় দায়ী করা হয়েছে।
সাইফুল ইসলাম বলেন, “বিবেকের তাড়না থেকেই আমি এই মামলা করেছি। আশা করছি, নিরপেক্ষ তদন্তে সব সত্য বেরিয়ে আসবে।”