ভারতের পাঞ্জাব

বিস্ফোরণের পর পুরো শহর অন্ধকারে, ঘরে থাকার নির্দেশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ৮, ২০২৫, ০৯:৩৪ এএম
বিস্ফোরণের পর পুরো শহর অন্ধকারে, ঘরে থাকার নির্দেশ
অন্ধকারে ভারতের অমৃতসর শহর

ভারতের পাঞ্জাবের অমৃতসরে আবারও ব্ল্যাকআউট প্রটোকল গ্রহণ করা হয়েছে। বুধবার মধ্যরাতে সেখানে বিস্ফোরণের শব্দ শোনার খবর ছড়িয়ে পড়ে। এর কিছুক্ষণ পর অমৃতসর বিভাগীয় প্রশাসন সেখানে ব্ল্যকআউট শুরু করে।

বার্তা সংস্থা এএনআই মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে জানিয়েছে, সর্বোচ্চ সতর্কতা নিয়ে অমৃতসারের বিভাগীয় প্রশাসন আবারও ব্ল্যাকআউট শুরু করেছে। তারা সবাইকে ঘরে থাকতে বলেছে। সঙ্গে আতঙ্কিত না হতে, বাড়ির বাইরে জড়ো না হতে এবং ঘরের সব লাইট বন্ধ রাখতে অনুরোধ জানিয়েছে।

এনএনআইয়ের একই প্রতিবেদনে স্পষ্ট করা হয়েছে, ব্ল্যাকআউট করা হচ্ছে পূর্বসতর্কতার অংশ হিসেবে।

সেখানে পাকিস্তানের বিমানবাহিনী বা সেনারা হামলা চালিয়েছে এমন কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ-১৮ জানিয়েছে, অমৃতসারে বিস্ফোরণের শব্দ শোনার তথ্য পাওয়া গেছে।

এর মধ্যে ফেসবুকে অমৃতসারের অনেক মানুষকে উদ্বিগ্ন হয়ে পোস্ট দিতে দেখা গেছে। পি এন শর্মা নামে একজন লিখেছেন, “আত্তারি সীমান্ত এলাকায় বিকট শব্দ শোনা গেছে।” আমারবীর সিং নামে একজন লিখেছেন, “এগুলো কোনো সনিক শব্দ ছিল না। ছিল বড় ধরনের বিস্ফোরণ। বাড়ি কেঁপে ওঠার পর আমি জেগে উঠি।”

Link copied!