• ঢাকা
  • সোমবার, ২৩ জুন, ২০২৫, ৮ আষাঢ় ১৪৩২, ২৬ জ্বিলহজ্জ ১৪৪৬

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৩, ০৮:০৬ পিএম
রাজধানীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
ফাইল ফটো

রাজধানীর খিলক্ষেতে ঢাকা থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রামগামী মেইল ট্রেনে কাটা পড়ে ইকবাল হোসেন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় রেলওয়ে থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সুনীল চন্দ্র সূত্রধর।

সুনীল চন্দ্র সূত্রধর বলেন, “রোববার (১৭ সেপ্টেম্বর) ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মেইল ট্রেনে কাটা পড়েন ইকবাল হোসেন নামে এক ব্যক্তি। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

সুনীল চন্দ্র সূত্রধর আরও বলেন, “প্রাথমিকভাবে আমরা ওই ব্যক্তির নাম পরিচয় জানতে না পারলেও পরে প্রযুক্তির সহায়তা তার নাম পরিচয় পাওয়া যায়। তার বাড়ি টঙ্গী পূর্ব থানা এলাকায়। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা ঢাকা মেডিকেলে এসেছেন।”

ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Link copied!