• ঢাকা
  • বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪, ২৭ ভাদ্র ১৪৩১, ৬ রবিউল আউয়াল ১৪৪৫

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গ্যারেজ মালিকের মৃত্যু


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মে ২৭, ২০২৩, ১২:১৩ পিএম
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গ্যারেজ মালিকের মৃত্যু

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার কুনিপাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলম মিয়া (৪৫) নামের এক গ্যারেজ মালিকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৭ মে) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মৃত আলম ভোলা জেলার চরফ্যাশন উপজেলার শরীফপাড়া গ্রামের মৃত শানু মিয়ার ছেলে। বর্তমানে কুনিপাড়ায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। দুই মেয়ে এক ছেলের জনক ছিলেন তিনি।

হাসপাতালে নিয়ে আসা মৃতের ছেলে মমিন হোসাইন বলেন, তার বাবার ভ্যানের গ্যারেজ ব্যবসা করতেন। সকালে কুনিপাড়ার বাসা থেকে পাশেই প্রগতি মোড়ে তিনি তার গ্যারেজে যান। সেখানে ব্যাটারিতে চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে অচেতন হয়ে পড়েন। পরে সেখান থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে সকাল ৮টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তথ্যটি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!