• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবস্থান


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২, ২০২৩, ১১:৫২ এএম
শ্রমিকেরা মিরপুর–১০ নম্বরে অবস্থান নিয়েছেন। ছবি : সংবাদ প্রকাশ

রাজধানীর মিরপুরে আজও সড়কে অবস্থান নিয়েছেন পোশাকশ্রমিকেরা। বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল থেকে মজুরি বাড়ানোর দাবিতে অবস্থান নেন তারা। পোশাকশ্রমিকেরা কয়েক দিন ধরে সেখানে অবস্থান করছেন।

সকাল আটটার দিকে মিরপুর-১০ নম্বর থেকে শ্রমিকেরা মিরপুর-১১ নম্বর ও ১২ নম্বরের দিকে যান। মিরপুর-১২ নম্বরে শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে বলে বলে জানা গেছে। পরে শ্রমিকেরা আবার মিরপুর–১০ নম্বরে অবস্থান নিয়েছেন।

পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) সালমা বেগম জানান, শ্রমিকেরা সেখানে অবস্থান করছেন। পরিস্থিতি শান্ত রয়েছে।

মজুরি বাড়ানোর দাবিতে কয়েক দিন ধরেই বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। শ্রমিকদের আন্দোলনের মধ্যে গাজীপুর, সাভার, আশুলিয়া ও ঢাকার মিরপুরে প্রায় ২০০টি রপ্তানিমুখী পোশাক কারখানা সাময়িক বন্ধ ঘোষণা করেছেন মালিকেরা। তাদের আশঙ্কা, কারখানা খোলা রাখলে শ্রমিকদের বিক্ষোভ আরও ছড়িয়ে পড়তে পারে।

এর আগে বুধবার মিরপুরে শ্রমিকেরা রাস্তা আটকে বিক্ষোভ প্রদর্শন করেন। সাভারে কিছু শ্রমিক বিক্ষোভে নেমেছিলেন। তবে গাজীপুরে পরিস্থিতি ছিল শান্ত।

 

Link copied!