রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগ-যুবলীগ মুখোমুখি অবস্থান নিয়েছে। দুই পক্ষের মধ্যে ইটপাটকেল ছোড়াছুড়ি চলছে। থেমে থেমে পাল্টাপাল্টি ধাওয়াও দিচ্ছেন দুই পক্ষের লোকেরা। এ ঘটনায় এখন পর্যন্ত ১৩ জন আহত হয়েছেন।
ঢাকা কলেজ ফটক অংশে ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা হাতে রামদা, রড, লোহার পাইপ, বাঁশ-কাঠের লাঠি নিয়ে অবস্থান নিয়েছেন। আন্দোলনকারী শিক্ষার্থীদের হাতেও লাঠিসোঁটা রয়েছে।
শিক্ষার্থীরা জানান, তারা শান্তিপূর্ণভাবে রাস্তায় অবস্থান করে গতকাল শিক্ষার্থীদের ওপর চালানো হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করছিলেন। এমন সময় বেলা দুইটার দিকে ছাত্রলীগের নেতা–কর্মীরা তাদের ওপর হামলা চালান। এখনো তাদের নেতা–কর্মীরা ঢাকা কলেজ ও জিগাতলা এলাকায় অবস্থান নিচ্ছেন।
শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়, সেখান থেকে এলিফ্যান্ট রোড এলাকা, সিটি কলেজ এলাকায় অবস্থান নিয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, নিউমার্কেট এলাকা থেকে আহত হয়ে বেলা তিনটার পর থেকে পথচারী, শিক্ষার্থী, ছাত্রলীগ, কোটা আন্দোলনকারীসহ ১৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আহত ব্যক্তিরা ইটপাটকেল ও লাঠির আঘাত পেয়েছেন।