• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৩, ১০:৩৪ এএম
পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা

বিএনপির মহাসমাবেশ চলাকালে নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের সময় এক পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যার ঘটনা মামলা করা হয়েছে।

রোববার (২৯ অক্টোবর) সকালে ডিএমপির পল্টন মডেল থানায় পুলিশ বাদী হয়ে এ মামলাটি করে।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশ সদস্য হত্যার ঘটনায় একটি মামলা করা হয়েছে।

মামলার আসামির বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, মামলার আসামির বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

Link copied!