• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫

সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসমাবেশ শুরু


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ৩১, ২০২৩, ০৩:৩৯ পিএম
সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসমাবেশ শুরু

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসমাবেশ শুরু হয়েছে। সোমবার (৩১ জুলাই) বিকেল তিনটার দিকে সমাবেশ শুরু হয়।

এর আগে শনিবার (২৯ জুলাই) ঢাকার প্রবেশপথে বিএনপি ঘোষিত ‘অবস্থান কর্মসূচিতে পুলিশ এবং আওয়ামী লীগের যৌথ আক্রমণ, হামলা, নির্যাতন ও গণগ্রেপ্তারের প্রতিবাদে’ এই জনসমাবেশ করছে বিএনপি। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে এ জনসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে এবং উত্তরের সদস্যসচিব আমিনুল হক ও দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্যসচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় এ জনসমাবেশর প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশ থেকে এক দফা দাবিতে চলমান আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন তিনি।

জনসমাবেশ শুরুর আগে বৃষ্টি শুরু হয়। এর মধ্যেও দলটির নেতাকর্মীরা দলে দলে মিছিল নিয়ে জনসভায় এসেছেন। শান্তিপূর্ণভাবে তারা জনসমাবেশ করবেন বলে জানিয়েছেন। সমাবেশে আগত নেতাকর্মী-সমর্থকদের মধ্যে উৎফুল্লভাব দেখা গেছে। দলে দলে আসার সময় প্রতিটি স্তরের নেতাকর্মীদের মুখে সরকারবিরোধী স্লোগান শোনা গেছে।

Link copied!