• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫

সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২২, ২০২৩, ১২:১১ পিএম
সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে তারুণ্যের সমাবেশে জড়ো হচ্ছেন বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

শনিবার (২২ জুলাই) দুপুর ১২টার দিকে সরেজমিনে দেখা যায়, সোহরাওয়ার্দী উদ্যান, রমনা পার্ক, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, মৎস্য ভবন এর আশপাশে জড়ো হয়েছেন বিএনপির নেতাকর্মীরা। খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা সমাবেশস্থলে আসছেন।

বিভিন্ন জেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হন। তারা ১ দফা দাবিতে সরকারের পদত্যাগের, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিসহ বিভিন্ন স্লোগান দেন। সমাবেশস্থলের চারপাশে অসংখ্য ব্যানার, পোস্টার ও ফেস্টুন টাঙানো হয়েছে।

ঢাকার এই তারুণ্যের সমাবেশ থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১ দফা আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করবেন বলে জানা গেছে।

যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু গণমাধ্যমকে জানান, সারা দেশে বর্তমান সরকারের আমলে প্রায় ৪ কোটি ৭০ লাখ নতুন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তাদের ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য এ সমাবেশে হবে জনসমুদ্র।

Link copied!