সরকারের পতনের ১ দফা দাবি আদায়ে শনিবার (২৮ অক্টোবর) ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি-জামায়াতসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ। এতে নেতৃত্ব দেন সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকাল ৯টায় যাত্রাবাড়ী শহীদ ফারুক সড়কে এই বিক্ষোভ মিছিল বের হয়। পরে কাজী মনিরুল ইসলাম মনুর নেতৃত্বে মিছিলটি ১২নং গলিসহ বিভিন্ন গলি প্রদক্ষিণ করে।
এ সময় কাজী মনিরুল ইসলাম মনু বলেন, “ঢাকা-৫ নির্বাচনী এলাকায় বিএনপি-জামায়াত কোনো নৈরাজ্য ও সহিংসতা করলে ছাড় দেওয়া হবে না। বিএনপি-জামায়াত সন্তাস-নৈরাজ্য করলে সঙ্গে সঙ্গে গণধোলাই দিতে হবে।”
মিছিলে সারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল আজীজ প্রধান, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের নেতা জিয়াউদ্দিন জিয়া, ৬৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতা আবুল হোসেন, শ্রমিক নেতা আবুল হোসেন, একে স্কুল অ্যান্ড কলেজের গভর্নিংবডির সভাপতি আতিকুর রহমান মিন্টু, ৫০নং ওয়ার্ড যুবলীগের সহসভাপতি ফারুক হাসান, আওয়ামী মৎস্যজীবী লীগের সাংস্কৃতিক সম্পাদক মো. সাদ্দাম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।