চলমান বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যেই পাল্টা কর্মসূচি ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। রোববার (৪ আগস্ট) রাজধানী সব ওয়ার্ডে ও দেশের সব জেলা ও মহানগরীতে জমায়েতের কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
তবে আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণার আগেই সারা দেশে অনির্দিষ্টকালের ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী আন্দোলন। ঘোষণা অনুযায়ী, রোববার (৪ আগস্ট) থেকে ৯ দফা দাবিতে সারা দেশের মানুষকে অলিগলি ও পাড়ায় পাড়ায় সংগঠিত হয়ে কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়।
শুক্রবার (২ আগস্ট) রাত ৮টায় ফেসবুক পোস্ট ও ভিডিও বার্তায় অসহযোগ কর্মসূচির ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ ও সহ-সমন্বয়ক রিফাত রশিদ।
তবে দু’দিন আগের ঘোষণা করা সেই কর্মসূচির দিনেই (রোববার) পাল্টা কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগ। ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
নতুন কর্মসূচির বিস্তারিত জানিয়ে সাধারণ সম্পাদক বলেন, “রোববার ঢাকা সিটির সব ওয়ার্ডে ওয়ার্ডে জমায়েত এবং বাংলাদেশের সব জেলা ও মহানগরীতে জমায়েত হবে। আর সোমবার (৫ আগস্ট) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত শোকমিছিল করা হবে।”
ওবায়দুল কাদের বলেন, “একদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়া, অন্যদিকে আমরা কোনো রকম মুখোমুখি অবস্থানে জড়াতে চাই না। সংঘাত হতে পারে, এ ধরনের প্রোগ্রাম এড়িয়ে চলেছি।”