চতুর্থ দফায় বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের প্রতিবাদে রাজপথে অবস্থান নিয়েছে আওয়ামী লীগ।
রোববার (১২ নভেম্বর) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মৎস্যবীজী লীগ, কৃষক লীগ, তাঁতী লীগের নেতাকর্মীরাও মিছিলে অংশগ্রহণ করেন।
এছাড়া আওয়ামী লীগের বিভিন্ন থানা-ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীরা ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশদ্বারে অবস্থান নেন। সকাল ৯টায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবু আহমেদের নেতৃত্বে একটি বিশাল মিছিল বের হয়। এতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান সিরাজ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি হেদায়েতুল ইসলাম স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহি, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন, দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ, সদস্য শহিদুল ইসলাম মিলনসহ আরও অনেকে।
একই সঙ্গে যাত্রাবাড়ীতে নেতাকর্মীদের নিয়ে মিছিল করেছে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু। এতে উপস্থিত ছিলেন যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের নেতা জিয়াউদ্দিন জিয়া, ৪৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি শেখ মনিরুজ্জামান রবিন প্রমুখ।
এদিকে অবরোধের আগে শনিবার (১১ নভেম্বর) রাতে রাজধানীতে ৭টি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। শনিবার রাত ৮টা ২০ মিনিটে মতিঝিলে নটর ডেম কলেজের সামনে, ৮টা ৩০ মিনিটে গাবতলী বাসস্ট্যান্ডের সামনে, রাত ৯টার দিকে গুলিস্তানে সুন্দরবন স্কয়ারের সামনে, রাত সাড়ে ৯টায় যাত্রাবাড়ী ফলপট্টির সামনে, রাত ১১টার দিকে আগারগাঁও তালতলা এলাকায় ও শেরেবাংলা নগর থানার পঙ্গু হাসপাতালের সামনে এবং ১১টা ৪০ মিনিটে কাফরুল থানার বিপরীতে যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এসব ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।