দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বিক্রির দ্বিতীয় দিনে প্রথম দেড় ঘণ্টায় ৩৩০টি ফরম বিক্রি হয়েছে।
রোববার (১৯ নভেম্বর) সকাল ১০টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দ্বিতীয় দিনের মতো মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম শুরু হয়।
মনোনয়ন ফরম বিক্রি শুরুর আগেই মনোনয়ন প্রত্যাশীরা ভিড় করেন রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ এলাকায়। ভিড় ঠেলে একে একে প্রবেশ করেন মনোনয়ন প্রত্যাশীরা।
এর মধ্যে ঢাকা বিভাগে ৭০টি, সিলেট বিভাগে ১৪টি, চট্টগ্রাম বিভাগে ৫৯টি, রংপুর বিভাগে ৩০টি, রাজশাহী ৪২টি, বরিশাল বিভাগের ৩২টি, খুলনা বিভাগে ৫১টি এবং ময়মনসিংহ বিভাগে ৩২টি মনোনয়ন ফরম বিক্রি করেছে ক্ষমতাসীনরা।
এদিন বেলা ১২টায় এই প্রতিবেদন লেখার সময়ও মনোনয়ন প্রত্যাশীদের দীর্ঘ লাইন দেখা গেছে বিভাগভিত্তিক মনোনয়ন ফরম বিক্রির বুথগুলোতে।
এর আগে শনিবার (১৮ নভেম্বর) মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিনে সব বিভাগ মিলিয়ে মোট এক হাজার ৬৪টি মনোনয়ন ফরম বিক্রি হয়।