• ঢাকা
  • মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২, ০৬ মুহররম ১৪৪৬

আ.লীগ নির্বাচনের জন্য প্রস্তুত, জেগে উঠবে ফিনিক্স পাখির মতো, বললেন শাজাহান খান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ১৫, ২০২৫, ০৯:৪৬ এএম
আ.লীগ নির্বাচনের জন্য প্রস্তুত, জেগে উঠবে ফিনিক্স পাখির মতো, বললেন শাজাহান খান
শাজাহান খান। ছবি : সংগৃহীত

আওয়ামী লীগ ফিনিক্স পাখির মতো আবার জীবন্ত হবে। আমরা নির্বাচনের জন্য প্রস্তুত ইনশা আল্লাহ। সুযোগ পেলে নির্বাচন করব।

বুধবার (১৪ মে) বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ী থানার মামলায় গ্রেপ্তার দেখানো শেষে হাজতখানার দিকে নিয়ে যাওয়ার সময় এ মন্তব্য করেন শাজাহান খান।

এ সময় শাজাহান খান বলেন, এনসিপি আতুরঘরে কালাজ্বরে ভুগছে আর জামায়াত ইসলামের কোলে বসে শুরা (মদ/শরবত) পান করছে। ইউনূস জামায়াতের সঙ্গে আঁতাত প্রেম করে, অবৈধ প্রেম করে টিকে আছে। এই প্রেম বেশি দিন টিকবে না। 

সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি বলেন, আগে সাংবাদিকদের স্বাধীনতা অর্জন করতে হবে। তোমরা লিখতেও পারোনা, দেখাতেও পারো না। এরপর ধীরে ধীরে তাকে হাজতখানার মধ্যে প্রবেশ করানো হয়। 

উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বর রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে শাজাহান খানকে গ্রেপ্তার করা হয়। এরপর দফায় দফায় রিমান্ডে নেওয়া হয় তাকে। বর্তমানে তিনি কারাগারে আটক আছেন।

Link copied!