• ঢাকা
  • সোমবার, ২০ মে, ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১,

ছিনতাইকারী ধরতে গিয়ে গাড়িচাপায় আ.লীগ নেতার মৃত্যু


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৩, ০৪:২৬ পিএম
ছিনতাইকারী ধরতে গিয়ে গাড়িচাপায় আ.লীগ নেতার মৃত্যু
ছবি : সংগৃহীত

রাজধানী ছিনতাইকারীকে ধাওয়া দিতে গিয়ে গাড়িচাপায় তাজুল ইসলাম নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। তিনি মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগের সদস্য।

মঙ্গলবার (৩ অক্টোবর) রাতে শেরেবাংলা নগর থানার আসাদগেট এলাকায় এই ঘটনা ঘটে।

বুধবার (৪ অক্টোবর) তথ্যটি নিশ্চিত করেছেন তেজগাঁও জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) রুবাইয়াত জামান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তাজুল ইসলামসহ কয়েকজন মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে গাড়িতে করে মানিকগঞ্জের উদ্দেশে রওনা দেন। গাড়িটি আাসাদগেটে আড়ংয়ের সামনে সিগন্যালে থামলে, গ্লাস খোলা থাকায় ছিনতাইকারী মোবাইল ছোঁ মেরে নিয়ে যান। তখন ছিনতাইকারীকে ধরতে গাড়ি থেকে নেমে পিছু নেন তাজুল, মালেক ও গাড়িচালক ঝন্টু।

ছিনতাইকারী মোবাইল নিয়ে রাস্তা পার হয়ে গেলে তাজুলও তাকে ধাওয়া করেন। তখন রাস্তায় চলাচলকারী একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন তাজুল। পরে তাকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এডিসি রুবাইয়াত জামান বলেন, “এ বিষয় আমরা তদন্ত করছি। এ ঘটনায় পৃথক মামলা হবে। মোহাম্মদপুর থানায় ছিনতাই ও শেরেবাংলা নগর থানায় সড়ক আইনে মামলা হবে।”

Link copied!