• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ঘোষণা আ.লীগের


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৪, ০৫:৫৯ পিএম
সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ঘোষণা আ.লীগের
আওয়ামী লীগের লোগো। ছবি : সংবাদ প্রকাশ গ্রাফিক্স

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়েছে।

বুধবার ( ১৪ ফেব্রুয়ারি) বিকেলে দলের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব নাম ঘোষণা করেন।

মনোনয়নপ্রাপ্তদের মধ্যে রয়েছেন, রুনি রেজা, কুহেলী কুদ্দুস, আশিকা সুলতানা, মেহের আফরোজ চুমকি, হাসিনা বারি, নাজমা আক্তার প্রমুখ।

দ্বাদশ জাতীয় সংসদের নির্ধারিত ৫০টি সংরক্ষিত আসনের মধ্যে ৪৮টি (দলীয় স্বতন্ত্রদের ১০টিসহ) পাচ্ছে আওয়ামী লীগ। যার বিপরীতে এক হাজার ৫৪৯ জন নারী দলের মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দেন। এরমধ্যে ৪৮ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। আগামী ১৮ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেওয়া হবে।

Link copied!