রাজধানীর যমুনা ফিউচার পার্কের সামনে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত হয়েছেন। রোববার (২২ জানুয়ারি) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম আসাদুজ্জামান।
নিহত শিক্ষার্থীর নাম নাদিয়া (২৪)। তিনি নর্দান ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন।
ওসি এ বি এম আসাদুজ্জামান বলেন, যমুনা ফিউচার পার্কের সামনে দুপুর ১টার দিকে দুর্ঘটনাটি ঘটে। উত্তরার দিক থেকে আসা ভিক্টর বাসের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান নাদিয়া।
ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মর্গে পাঠিয়েছে।
বাসটি পুলিশের হেফাজতে থাকলেও চালক পলাতক রয়েছে বলে জানান ওই কর্মকর্তা।