একটি পক্ষ অন্তর্বর্তী সরকারকে প্রভাবিত করার চেষ্টা করছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, “একটি দেশে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক অস্থিরতা থাকে। রাজনৈতিক সরকারের সেটি মোকাবিলা ও সমাধানের জন্য কোনো বিকল্প নেই।”
শুক্রবার (১৬ মে) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ লেবার পার্টির আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
জাতীয় নির্বাচনের বিষয় তুলে ধরে নজরুল ইসলাম বলেন, “ঐকমত্যে যদি আগামী জুন বা জুলাইয়ের মধ্যে পৌঁছানো সম্ভব হয়, তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচনে বাঁধা কোথায়? কাউকে সুযোগ দিতেই এ সময় নির্বাচন পেছানো হচ্ছে কিনা।”
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, “পরিপূর্ণ সংস্কারের পক্ষে বিএনপি। তবে একবারে শেষ করার বিষয় নয় সংস্কার। একটি প্রক্রিয়ার মাধ্যমে অংশীজনদের মতামতের ভিত্তিতে এটি হবে। বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল সংস্কারের বিষয়ে প্রস্তাব দিয়েছে।”
নজরুল ইসলাম আরও বলেন, “ফ্যাসিবাদের দ্বারা নির্যাতিত হয়েছে বাংলাদেশের সব অঞ্চলের মানুষ। অনেক আগে থেকেই রাজনৈতিক দলগুলো এক দফার দাবি জানিয়ে আসছিল। বিএনপির দীর্ঘ লড়াইয়ের ফলাফল এই গণ-অভ্যুত্থান।”