• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫

কোরবানির বর্জ্য সরাতে ডিএনসিসির ৯৯০০ কর্মী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মে ২৭, ২০২৩, ০৯:৪৮ এএম
কোরবানির বর্জ্য সরাতে ডিএনসিসির ৯৯০০ কর্মী

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মাসব্যাপী প্রস্তুতির অংশ হিসেবে রোববার (২৮মে) থেকে ২৯ জুন ঈদ পরবর্তী দিন পর্যন্ত মাঠে থাকবে উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ৯ হাজার ৯০০ কর্মী।

শনিবার (২৭ মে) ডিএনসিসি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ২৮টি ওয়ার্ডে ডিএনসিসির নিজস্ব জনবল রয়েছে ২ হাজার ১১৭ জন। ২৬টি ওয়ার্ডে বেসরকারি বর্জ্য ব্যবস্থাপনায় রয়েছে ২ হাজার ৯০০ জন। এছাড়াও ৩৬টি ওয়ার্ডে পিডাব্লিউসিএসপির কর্মী রয়েছে ৪ হাজার ৫০০ জন। স্পেশাল ক্লিনার (২-৪ +৩-৫): ১৫০ জন। এছাড়াও ওযার্ডভিক্তিক বর্জ্য সংগ্রহ কাজে ভাড়ায় নিয়োজিত পিকআপের কর্মী: ১০৮*৩= ৩২৪ জন।

নিজস্ব যানযন্ত্রপাতির মধ্যে থাকবে ড্রাম্প ট্রাক/খোলা ট্রাক ১৫০টি, ভারি যানযন্ত্রপাতি ৪৭টি, পানির গাড়ি ১০টি থাকবে। ওয়ার্ডভিত্তিক বর্জ্য সংগ্রহ কাজে ভাড়ায় নিয়োজিত পিকআপ: প্রথম দিন ১০৮টি এবং দ্বিতীয় দিন ৫৪টি। সবমিলিয়ে মোট কর্মী থাকবে ৯ হাজার ৯০০ জন।

সার্বিক প্রস্তুতি নিয়ে ডিএনসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা বলেন, “কোরবানির বর্জ্য অপসারণের জন্য নগরবাসীকে সচেতন করা একান্ত প্রয়োজন। নাগরিকদের সহযোগিতায় একযোগে কার্যক্রম পরিচালনা করলে অতিদ্রুত কোরবানির বর্জ্য অপসারণ সম্ভব হবে।”

Link copied!