ইদানীং সামাজিক যোগাগোগমাধ্যমে দুধ দিয়ে গোসল করার ছবি দেখা যায়। তাদের মধ্যে কেউ দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ছে, কেউবা এক দল ছেড়ে আরেক দলে ভিড়ছেন। আবার কেউ আর পরকীয়া করবেন না, এই মর্মে দুধ দিয়ে গোসল করছেন।
সবশেষে এটি দেখা গেছে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের শোলাবাড়িয়া গ্রামে। পরকীয়া প্রেমিকের সঙ্গে স্ত্রী পালিয়ে যাওয়ায় মায়ের ইচ্ছা পূরণ করতে দুধ দিয়ে গোসল করে দ্বিতীয় বিয়ে করতে গেলেন ব্যবসায়ী মো. মামুন মোল্লা (৩০)।
কাউকে কাউকে আবার কয়েক শ মানুষের সামনে কয়েক মণ দুধ ঢেলে গোসল করতে দেখা গেছে।
দুধ দিয়ে গোসল করলে কী হয়
অনেকের ধারণা, দুধ দিয়ে গোসল করলে পাপ মোচন হয়। কলঙ্ক মুছতেই তারা গোসলে দুধের ব্যবহার করে। পাক-পবিত্র হওয়ার চেষ্টা করে।
আসলেই কি কলঙ্ক মোছে
ভারতীয় উপমহাদেশে দুধ দিয়ে গোসলের মাধ্যমে পবিত্র হওয়ার ধারণা প্রাচীনকাল থেকে চলে এলেও আধুনিক বিজ্ঞানে যা ভিত্তিহীন। দুধ দিয়ে গোসলের মাধ্যমে কলঙ্কমুক্ত হওয়ার কোনো তথ্য ধর্মীয়ভাবেও শোনা যায় না। তবে দুধমিশ্রিত পানি দিয়ে গোসল করলে পাওয়া যায় কিছু স্বাস্থ্যগত উপকারিতা।
চিকিৎসাবিজ্ঞানে দুধ দিয়ে গোসলে কয়েকটি উপকারিতা পাওয়া যায়। এর মধ্যে শুষ্ক ত্বকে আর্দ্রতা আনা, একজিমা দূর করা, চুলকানি দূর হওয়াসহ নানা উপকারের উল্লেখ রয়েছে।































