রাজধানীসহ সারা দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে। এতে অনেকের মৃত্যুও হচ্ছে। এর ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসে এডিস মশাবাহিত এই রোগে প্রাণ হারিয়েছেন ২২৫ জন। আর চলতি বছর দেশে ডেঙ্গুতে এক হাজার ২১৪ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকায় সাতজন এবং ঢাকার বাইরে একজন মারা গেছেন। এ সময় ডেঙ্গু নিয়ে ২ হাজার ৩৫০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৪৯ হাজার ৫৪৩ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৯৪ হাজার ১৯৪ জন এবং ঢাকার বাইরে এক লাখ ৫৫ হাজার ৩৪৯ জন।