• ঢাকা
  • মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২, ২ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয় পার্টি থেকে বাবলাকে বহিষ্কার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৪, ০৭:০৭ পিএম
জাতীয় পার্টি থেকে বাবলাকে বহিষ্কার
সৈয়দ আবু হোসেন বাবলা। ফাইল ফটো

জাতীয় পার্টি থেকে দলটির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলাকে বহিষ্কার করা হয়েছে। সাবেক এই সংসদ সদস্যকে গঠনতন্ত্রের ক্ষমতাবলে বহিষ্কার করেন দলটির চেয়ারম্যান জি এম কাদের।

রোববার (১৮ জানুয়ারি) জাপার যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এদিকে রোববারও রওশনপন্থি নেতাদের সংবাদ সম্মেলনে যোগ দেন বাবলা। রওশন এরশাদের নেতৃত্বে জাতীয় কাউন্সিলের ঘোষণা দিয়েছেন তারা। বাবলাকে সম্মেলন কমিটির কো-আহ্বায়ক করা হয়েছে।

এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শফিকুল ইসলাম সেন্টু, ভাইস চেয়ারম্যান ইয়াই ইয়া চৌধুরীসহ বেশ কয়েকজনকে বহিষ্কার করে জাপা।

বহিষ্কৃত ও ক্ষুব্ধ নেতাকর্মীদের নিয়ে দল গুছানোর কাজ করছেন রওশন এরশাদ। নিজেকে চেয়ারম্যান ও কাজী মামুনুর রশীদকে মহাসচিব ঘোষণা দেন তিনি। এ ছাড়া আগামী ৯ মার্চ সম্মেলনের ঘোষণাও দিয়েছেন তিনি।

Link copied!