• ঢাকা
  • বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, ২০ কার্তিক ১৪৩২, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

করোনায় আরো ১৪ জনের মৃত্যু


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১২, ২০২১, ০৪:৫৪ পিএম
করোনায় আরো ১৪ জনের মৃত্যু

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জন মারা গেছেন। এসময় আরো ৫৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। আর একই সময়ে সুস্থ হয়েছেন ৭০১ জন।

মঙ্গলবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৩ হাজার ১৫৫টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২.৩৫ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৬৩ হাজার ৫০১ জন, যাতে শনাক্তের মোট হার ১৫.৬৪ শতাংশ।

মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১০ জন ও নারী ৪ জন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু ২৭ হাজার ৭১৩ জনের। এছাড়া গত এক দিনে দেশে করোনা থেকে সুস্থ হওয়া ৭০১ জন নিয়ে মোট সুস্থ ১৫ লাখ ২৫ হাজার ১৬৮ জন।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!