ঢাকাসহ দেশের সব বিভাগীয় শহরে গণ-অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি। আগামী ১১ জানুয়ারি নতুন এই কর্মসূচি পালন করবে দলটি।
শুক্রবার (৩০ ডিসেম্বর) রাজধানীতে ১০ দফা দাবিতে চলমান গণমিছিলে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
জানা যায়, ১১ জানুয়ারি সব বিভাগীয় শহরে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত গণ-অবস্থান করবে বিএনপি।
এর আগে পূর্বঘোষণা অনুযায়ী শুক্রবার দুপুর ৩টার দিকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে গণমিছিল শুরু করে বিএনপি। তাদের সঙ্গে অংশ নেয় সমমনা দলগুলো।
কর্মসূচিতে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান প্রমুখ।
এদিকে বিএনপির গণমিছিলকে কেন্দ্র করে রাজধানীর মগবাজার মোড় থেকে পুরান পল্টন পর্যন্ত জায়গায় জায়গায় সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ সময় পুলিশের এপিসি গাড়িকেও টহল দিতে দেখা গেছে এসব এলাকায়।
                
              
																                  
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    




























