• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

৩৫ প্রত্যাশীদের অবরোধ প্রত্যাহার, নারী আন্দোলনকারীর বিষ পান


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৩, ১০:৩৭ এএম
৩৫ প্রত্যাশীদের অবরোধ প্রত্যাহার, নারী আন্দোলনকারীর বিষ পান
ছবি : সংগৃহীত

সাড়ে ছয় ঘণ্টা পর নীলক্ষেতে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করলেন চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ প্রত্যাশীরা। শুক্রবার (২৭ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিউমার্কেট জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার শাহেন শাহ্ মাহমুদের আশ্বাস মেনে নিয়ে নীলক্ষেত ত্যাগ করেন তারা। এর আগে চার অনশনকারীর অনশন ভাঙান পুলিশের এই কর্মকর্তা।

সংগঠনটির আহ্বায়ক শরীফুল ইসলাম শুভ বলেন, “আশ্বাসের পরিপ্রেক্ষিতে আমরা অবরোধ প্রত্যাহার করেছি। আমরা অনশন ভেঙেছি। এ কয়দিন আমরা রাজু ভাস্কর্যে অবস্থান নেব। আমাদের দাবি মেনে নেওয়া না হলে আমরা শাহবাগে বসব।

নিউমার্কেট থানার অতিরিক্ত উপকমিশনার শাহেন শাহ মাহমুদ বলেন, “আমরা আগামী সোমবার তাদের দাবিগুলো শুনব এবং তারা যেখানে যেতে চায় ও যেখানে তাদের কথা পৌঁছাতে চায়, আমরা সেখানে পৌঁছানোর সর্বোচ্চ চেষ্টা করব। আমরাও আশা করি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সফল হবেন।

এদিকে ডিএমপির উপকমিশনার আসার ঘণ্টা খানেক আগে বিষ খেয়ে মৃত্যু চেষ্টায় উর্মি সিদ্দিকা নামে এক আন্দোলনকারী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উর্মি কুষ্টিয়ার কুমারখালী থানার মিন্টু মিয়ার মেয়ে এবং ‘চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদ’ এর যুগ্ম আহ্বায়ক।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, নীলক্ষেত থেকে উর্মি নামে একজনকে বিষপান করা অসুস্থ এক নারীকে আনা হয়। পরে নারীকে পাকস্থলী ওয়াশ দিয়ে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করানো হয়েছে।

Link copied!