• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

মিরপুরে বাসে আগুন দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৩


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৩, ০৮:৩৮ এএম
মিরপুরে বাসে আগুন দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৩

বিএনপি ও সমমনা দলগুলোর পঞ্চম দফা অবরোধের আগের রাতে রাজধানীর মিরপুরে বাসে অগ্নিসংযোগ করার সময় হাতেনাতে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, তারা বিএনপি নেতা৷ তবে তাৎক্ষণিক পদ-পদবি জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা কে এন রায় নিয়তি।

গ্রেপ্তার তিনজন হলেন মো. হাফিজুর রহমান(৩৫),শহীদুল ইসলাম(২০)  ও মো. শামীম (৪৫)।

কে এন রায় নিয়তি বলেন, মিরপুরে বিআরটিসি বাসে আগুন লাগানোর ঘটনায় জড়িত ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতে মিরপুর ১০ এ জ্যামে আটকে থাকা একটি দোতলা বাসের সিটে আগুন লাগানো হয়। এতে ৩ টি সিট পুড়ে যায়। ঘটনাস্থল থেকে একজন এবং তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার রাত ৮ টা ৪৫ মিনিটে মিরপুরে-১ নাম্বারে নবাবের বাগ উত্তরপাড়া,বেড়িবাঁধ এলাকায় এই অগ্নিসংযোগ করা হয়৷ তার ৪৫ মিনিট পরে মিরপুর-১০ নাম্বার একটি বিআরটিসি বাসে আগুন এবং রাত ১১ টা ১৫ মিনিটে বেড়িবাঁধ এলাকায় শুকতারা নামে আরও একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

Link copied!