মাদক মামলার আসামি ও চিত্রনায়িকা পরীমনিকে কাশিমপুর কারাগারে নেওয়া হচ্ছে।
শুক্রবার (১৩ আগস্ট) বিকেল সাড়ে চারটার দিকে আদালত সূত্র এ তথ্য নিশ্চিত করে বলেছে, আদেশের পর পুলিশের প্রিজন ভ্যানে করে পরীমনিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে নেওয়া হচ্ছে।
এর আগে পরীমনির আইনজীবী মজিবুর রহমান আদালতে জামিন আবেদন করেন। জামিনে বিষয়ে বিভিন্ন বিষয় ব্যাখ্যা করেন তিনি।
মজিবুর রহমান বলেন, “পরীমনি ‘ভারটিগো’ এবং ‘প্যানিক অ্যাটাক’-এর রোগী।”
এদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী পরীমনির জামিনের বিরোধিতা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, “পরীমনিকে জামিন দেওয়া যাবে না। কারণ তার বাড়িতে আইস, এলএসডিসহ বিভিন্ন ধরণের মাদক পাওয়া গেছে। জামিন দিলে পরীমনি দেশত্যাগ বা পালাতে পারেন।”
আজ (১৩ আগস্ট) বেলা ১১টা ৪০ মিনিটে তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ।
এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক গোলাম মোস্তফা।
আদালত সূত্রে জানা যায়, দুই দিনের রিমান্ড শেষে পরীমনি ও আশরাফুল ইসলাম দীপুকে বেলা ১১টা ৫৫ মিনিটে আদালতে হাজির করেন মামলার তদন্ত সংস্থা সিআইডি।
পরে তাদের আদালতের হাজত খানায় রাখা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক কাজী গোলাম মোস্তফা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন।
পরীর আইনজীবী মজিবুর রহমান জামিনের আবেদন করে শুনানি করেন।
এদিকে রাষ্ট্রপক্ষ পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু চিত্রনায়িকা পরীমণির জামিন বাতিল চেয়ে শুনানি করেন।
শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস মঙ্গলবার (১০ আগস্ট) পরীমনি ও আশরাফুল ইসলাম দীপুর দুই দিনের রিমান্ড এবং গত ৫ আগস্ট ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ পরীমণি ও দীপুর চারদিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।


































