রাতের তাপমাত্রা আরও কমার আভাস


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৫, ১২:০৪ পিএম
রাতের তাপমাত্রা আরও কমার আভাস

আগামী ২৪ ঘণ্টার মধ্যে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের উত্তর-পূর্বাঞ্চলে ভোরের দিকে হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৯টা পর্যন্ত সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকবে এবং আবহাওয়া শুষ্ক থাকবে। তবে ভোরের দিকে দেশের উত্তর-পূর্বাঞ্চলের কিছু এলাকায় কুয়াশা পড়তে পারে। রাতের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা থাকলেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

আগামী ৫-৬ ডিসেম্বর সারাদেশে আংশিক মেঘলা ও শুষ্ক আবহাওয়া থাকবে। রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে দিনের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন হবে না।

শুক্রবার (৫ ডিসেম্বর) থেকে রবিবার (৭ ডিসেম্বর) পর্যন্ত দেশের আবহাওয়া একই ধারা বজায় রাখার সম্ভাবনা রয়েছে। ভোরের দিকে বিশেষ করে উত্তর-পূর্বাঞ্চলে হালকা কুয়াশা থাকতে পারে, তবে সারাদেশে তাপমাত্রা সাধারণত স্থিতিশীল থাকবে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক সতর্ক করেছেন, ঠান্ডা আবহাওয়া বিবেচনা করে সকলে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করুন।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!