• ঢাকা
  • শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২,
  • ২ জমাদিউস সানি, ১৪৪৭

আওয়ামী লীগের নিরপরাধদের রাজনীতির সুযোগ দিতে হবে: নুর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৫, ০৯:০২ পিএম
আওয়ামী লীগের নিরপরাধদের রাজনীতির সুযোগ দিতে হবে: নুর

আওয়ামী লীগের সবাই দোষী নয় উল্লেখ করে নিরপরাধদের যাচাই-বাছাই করে রাজনীতির সুযোগ দেওয়ার কথা বললেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। শুক্রবার বিকেলে রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টারে আয়োজিত ঢাকা–৫ আসনের প্রার্থী পরিচিতি ও সমাবেশে একথা বলেন তিনি।

নুরুল হক নুর বলেন, ‘আওয়ামী লীগের সবাই দোষী না। যারা নিরপরাধ তাদের যাচাই-বাছাই করে রাজনীতি করার সুযোগ দিতে হবে।’

তিনি বলেন, আগামী নির্বাচন জনগণের ভবিষ্যত, যা গণতন্ত্রের ভিত্তি প্রতিষ্ঠিত করার জন্য করা হয়েছে। ফ্যাসিস্ট আওয়ালীগ থেকে আমরা কেউই নিরাপদ নই, স্বৈরাচার ফিরে আসলে দেশ আবার নড়কে পরিণত হবে। তাই, নির্বাচনের আগে সকল রাজনৈতিক দলকে স্বৈরাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে।’

এসময় বিএনপি–জামায়াতকে কোনো ধরনের সহিংসতায় না জড়ানোর অনুরোধ করেন নুরুল হক নুর। 

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!