আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে সংলাপ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল থেকে নির্বাচন ভবনে শুরু হওয়া দিনব্যাপী সংলাপে সিইসি তাদেরকে নির্বাচন প্রক্রিয়ায় সক্রিয় অংশীদার হিসেবে কাজ করার আহ্বান জানান।
উদ্বোধনী বক্তব্যে সিইসি বলেছেন, “আমাদের একমাত্র লক্ষ্য—একটি সুষ্ঠু, সুন্দর এবং বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেওয়া। আর এর জন্য আমরা নির্বাচন পর্যবেক্ষকদের সহযোগিতা চাই। আপনারা আমাদের চোখ। আমরা চাই, নির্বাচনের প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষকদের চোখ দিয়ে দেখা হোক।”
সিইসি পর্যবেক্ষক সংস্থাগুলোর কাছে বিশেষভাবে রাজনীতি ও রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্টতা এড়িয়ে চলার আহ্বান জানান। তিনি বলেন, “যারা নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে নিয়োগ পাবেন, তাদের অবশ্যই কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্কিত না হওয়া উচিত। আপনাদের কাজ হবে নির্বাচনের দৃশ্যমানতা ও স্বচ্ছতা নিশ্চিত করা, কোনো দল বা ব্যক্তির পক্ষে হস্তক্ষেপ নয়।”
এছাড়া, সিইসি নতুন পর্যবেক্ষকরা যেন নির্বাচনী বিধি-বিধান সম্পর্কে অবগত হন, তার জন্য প্রশিক্ষণ ও ওরিয়েন্টেশন দেওয়ার তাগিদ দেন। তিনি বলেন, “যারা নতুন পর্যবেক্ষক সংস্থা, তাদের প্রথমেই নির্বাচন সম্পর্কে ধারণা ও প্রশিক্ষণ দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা, নির্বাচন পর্যবেক্ষক হিসেবে তাদের দায়িত্ব হবে অনিয়ম রিপোর্ট করা, কিন্তু নির্বাচন প্রক্রিয়ায় কোনো হস্তক্ষেপ করা নয়।”
সিইসি নির্বাচনের নিরপেক্ষতা বজায় রাখতে বিশেষ গুরুত্ব দেন। তিনি বলেন, “যারা পর্যবেক্ষণ করবেন, তাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে যেন তারা কোনো রাজনৈতিক প্রভাবের শিকার না হন। যদি তারা নির্বাচনকে প্রভাবিত করে, তাহলে পুরো প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হবে।”
সিইসি আরও বলেন, “আপনারা যারা পর্যবেক্ষক নিয়োগ দেবেন, তাদের পছন্দে খুব সতর্ক থাকবেন। যাদের রাজনৈতিক সম্পৃক্ততা রয়েছে, তাদের নিয়োগ দেবেন না। তাদের কাজ শুধুমাত্র পক্ষপাতহীনভাবে পর্যবেক্ষণ করা, কোনো পরিস্থিতিতে হস্তক্ষেপ করা নয়।”
সিইসি সবশেষে বলেছেন, “একটি ভালো নির্বাচন আয়োজন আমাদের দায়িত্ব। আমাদের উদ্দেশ্য একটাই—জাতিকে একটি ক্রেডিবল ইলেকশন উপহার দেওয়া। সবার সহযোগিতা নিয়ে, আমরা একটি বিশ্বাসযোগ্য ও সফল নির্বাচন আয়োজন করতে পারব।”
এটি স্পষ্ট যে, সিইসি ভোটের সুশাসন নিশ্চিত করতে সামগ্রিক শৃঙ্খলা ও সতর্কতা চান এবং নির্বাচন পর্যবেক্ষক সংস্থাগুলোর নিরপেক্ষতা ও পেশাদারিত্ব নিশ্চিত করতে তাদের প্রতি কঠোর দৃষ্টিভঙ্গি অবলম্বন করেছেন।






























