• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

শেখ হাসিনাকে ফেরাতে রোমের আদালতে যাওয়ার কথা বিবেচনাধীন: আসিফ নজরুল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৫, ০৫:২১ পিএম
শেখ হাসিনাকে ফেরাতে রোমের আদালতে যাওয়ার কথা বিবেচনাধীন: আসিফ নজরুল

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, সাজাপ্রাপ্ত ব্যক্তিদের দেশে ফেরানোর জন্য রোমের আন্তর্জাতিক অপরাধ আদালতে কোনোভাবে যেতে পারি কিনা সেটা বিচার-বিবেচনার জন্য আমরা অচিরেই বসে সিদ্ধান্ত নেবো।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

আসিফ নজরুল বলেন, আমরা মানবতাবিরোধী অপরাধের জন্য মৃত্যুদণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা এবং আবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের প্রত্যার্পনে ভারতকে চিঠি দিচ্ছি এবং এর পাশাপাশি তাদের প্রত্যার্পন করার জন্য যেহেতু তারা এখন সাজাপ্রাপ্ত, কাজেই আমরা মনে করি, ভারতের এখন বাড়তি দায়িত্ব আছে তাদের ফেরত দেওয়ার জন্য। বাংলাদেশের মানুষের বিচারের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য এই দায়িত্ব পালনে ভারত যেন প্রত্যার্পন চুক্তি অনুযায়ী তার দায় পালন করে, সে জন্য ভারতকে স্মরণ করিয়ে দিয়ে আমরা চিঠি দিচ্ছি।

Link copied!