• ঢাকা
  • সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ৪ কার্তিক ১৪৩২, ২৮ রবিউস সানি ১৪৪৭

পে-স্কেল কার্যকর কবে, যা জানা গেল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৫, ০১:০৭ পিএম
পে-স্কেল কার্যকর কবে, যা জানা গেল
লোগো

নবম পে কমিশনের কার্যক্রম শুরুর দুই মাস পার হয়ে গেছে। চার ক্যাটাগরিতে অনলাইনে মতামত নেওয়ার পর এখন পরবর্তী ধাপের কাজ শুরু করেছে কমিশন। এক দশক পরে গঠিত পে কমিশনের কত শতাংশ বেতন বৃদ্ধি করে, সেদিকে তাকিয়ে আছেন কর্মজীবীরা।

নবম কমিশন বেতন বৃদ্ধির পাশাপাশি স্বাধীনতার পর প্রথম গ্রেড ভেঙে কমানোর পরিকল্পনা করছে। পাশাপাশি সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত কমিয়ে বৈষম্য কমিয়ে আনার চিন্তাও রয়েছে কমিশনের।

অনলাইনে মতামত নেওয়ার পর দেশের বিভিন্ন অ্যাসোসিয়েশন/সমিতির প্রতিনিধিদের সঙ্গে বসার কথা ছিল কমিশনের। তবে গত চারদিনেও এমন কোনো আয়োজন করতে পারেনি কমিশন। তাহলে পে কমিশনের এখন কী করছে?

সার্বিক বিষয়ে জানতে পে কমিশনের একাধিক সদস্যের সঙ্গে কথা বলেছে দ্য ডেইলি ক্যাম্পাস। তারা জানিয়েছেন, এই সপ্তাহের মধ্যেই অ্যাসোসিয়েশন/সমিতির প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শুরু করবে কমিশন। এ ছাড়া অক্টোবরের ১-১৫ তারিখ পর্যন্ত অনলাইনে নেয়া মতামতগুলো এখন বিশ্লেষণ করা হচ্ছে। এই মতামত কমিশনের সুপারিশে প্রতিফলিত হবে বলেও ধারণা দিয়েছেন সংশ্লিষ্টরা।

খুব দ্রুত আপডেট দেওয়া হবে জানিয়ে পে কমিশনের সভাপতি ও সাবেক অর্থ সচিব জাকির আহমেদ জানান, কার্যক্রম চলছে, খুব দ্রুত অ্যাসোসিয়েশন/সমিতির প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শুরু হবে। আশা করি নির্ধারিত সময়ের মধ্যেই কমিশন সুপারিশ জমা দিতে পারবে।

কমিশন গঠনের পর গত ১৪ আগস্ট প্রথম সভা করে পে কমিশন। সেই হিসেবে আগামী ফেব্রুয়ারির ১৪ তারিখের মধ্যে কমিশনের সুপারিশ করার বাধ্যবাধকতা রয়েছে। কমিশন সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, এই মাসের মধ্যেই অ্যাসোসিয়েশন/সমিতির সঙ্গে আলোচনা শেষ হবে। পরবর্তীতে অনলাইনে পাওয়া তথ্য ও অ্যাসোসিয়েশন/সমিতির দেয়া সুপারিশ বিশ্লেষণের মাধ্যমে চূড়ান্ত সুপারিশের পথে এগোবে কমিশন।

ইতোপূর্বে অর্থ উপদেষ্টা বলেছেন, এই সরকারই নতুন পে স্কেল কার্যকর করতে চায়। সে হিসেবে আগামী ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে কমিশনের সুপারিশ পেলে দ্রুত সময়ের মধ্যেই অন্তর্বর্তী সরকার পে স্কেল কার্যকর করতে পারবে।    

এদিকে কমিশনের সুপারিশে বেতন কত শতাংশ বৃদ্ধি হতে পারে সেটা নিয়ে চিন্তার ভাজ রয়েছে সরকারি চাকরিজীবীদের। প্রথম দিকে কমিশনের তরফে মূল বেতন দ্বিগুণ হতে পারে বলে আভাস দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে শিক্ষা উপদেষ্টা জানান, আমরা যে ইঙ্গিত পাচ্ছি তাতে ৫০ থেকে ৭০ শতাংশ কিংবা ১০০ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধি হতে পারে। তবে আসলেই কত বাড়বে, সেটি দেখার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!