• ঢাকা
  • সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২, ২১ রবিউস সানি ১৪৪৭

চলতি মাসে একাধিক ঘূর্ণিঝড়ের আভাস


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৫, ১০:৪৪ এএম
চলতি মাসে একাধিক ঘূর্ণিঝড়ের আভাস

দেশজুড়ে দীর্ঘমেয়াদী বর্ষার ইতি টানতে চলেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি সপ্তাহেই মৌসুমি বায়ু বিদায় নিতে পারে। এর মধ্য দিয়েই সমাপ্তি ঘটবে বছরের বর্ষাকালের, আর শুরু হবে হেমন্ত ও শীতের আগমনযাত্রা।

এদিকে দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে ইতিমধ্যে হালকা শীতের আবহ দেখা দিচ্ছে। কুয়াশাচ্ছন্ন সকাল ও ঠাণ্ডা বাতাস প্রান্তিক জনপদে শীতের বার্তা পৌঁছে দিচ্ছে আগেভাগেই।

আবহাওয়া অধিদপ্তরের তিন মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, অক্টোবর মাসে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে। বঙ্গোপসাগরে ৩ থেকে ৬টি লঘুচাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে, যার মধ্যে ১ থেকে ২টি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

এই মাসে ৩ থেকে ৬ দিন মাঝারি থেকে তীব্র বজ্রবৃষ্টি এবং ৪ থেকে ৮ দিন হালকা থেকে মাঝারি বজ্রবৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

অক্টোবরের মাঝামাঝি থেকেই ধীরে ধীরে নামতে শুরু করবে তাপমাত্রা। তবে দিন ও রাতের তাপমাত্রা এখনো স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকবে।

ডিসেম্বর মাসে দেশের উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে ১ থেকে ২টি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে শেষরাত থেকে সকাল পর্যন্ত নদ-নদী অববাহিকা এলাকায় ঘন কুয়াশা পড়তে পারে, আর দেশের অন্যান্য স্থানে থাকবে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা।

আগামী চার দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে বজ্রপাতের ঘটনাও বাড়বে। তবে বৃষ্টির প্রবণতা কমে আসার সঙ্গে সঙ্গেই আকাশ পরিষ্কার হতে শুরু করবে এবং ধীরে ধীরে অনুভূত হবে শীতের আমেজ।

Link copied!