• ঢাকা
  • মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

টাইফয়েডের টিকা দেওয়া শুরু, জন্মসনদের বিষয়ে যে সিদ্ধান্ত হলো


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৫, ১০:৪৫ এএম
টাইফয়েডের টিকা দেওয়া শুরু, জন্মসনদের বিষয়ে যে সিদ্ধান্ত হলো
ছবি : সংগৃহীত

দেশজুড়ে রোববার (১২ অক্টোবর) থেকে শুরু হয়েছে টাইফয়েড টিকাদান কার্যক্রম। মাসব্যাপী ক্যাম্পেইনে ৯ মাস থেকে ১৫ বছর পর্যন্ত প্রায় ৫ কোটি শিশু-কিশোরকে টাইফয়েডের টিকা দেওয়া হচ্ছে। 

রোববার সকালে রাজধানীর স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা কেন্দ্রে টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম।

একই সময় রেসিডেন্সিয়াল মডেল কলেজ কেন্দ্রে ক্যাম্পেইন উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা।

জানা গেছে, যেসব শিশুর জন্মসনদ নেই, তারাও টিকা নিতে পারবে।

দেশে টাইফয়েড টিকাদানের এটিই প্রথম ক্যাম্পেইন। চলবে ১৩ নভেম্বর পর্যন্ত। টিকাটি তৈরি করেছে ভারতের সেরাম ইনস্টিটিউট। সরকার এই টিকা পেয়েছে টিকা বিষয়ক আন্তর্জাতিক মঞ্চ গ্যাভির কাছ থেকে। 

Link copied!