• ঢাকা
  • বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২,
  • ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭

বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৫, ০৮:৪৯ এএম
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা 
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস

বাংলাদেশে কোনো হিন্দুবিদ্বেষী সহিংসতা নেই এবং অন্তর্বর্তী সরকারের মেয়াদে দেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর কোনো নিপীড়ন হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। 

নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সংবাদমাধ্যম জিটিওকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব বলেন প্রধান উপদেষ্টা। স্থানীয় সময় সোমবার সাংবাদিক মেহেদি হাসানের নেওয়া সাক্ষাৎকারটি প্রকাশ করে জিটিও। 

বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন-নিপীড়নের অভিযোগগুলো ভুল তথ্য জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশে হিন্দুবিদ্বেষী সহিংসতা নেই। এখন ভারতের অন্যতম বিশেষত্ব হলো ভুয়া খবর ছড়ানো।

প্রধান উপদেষ্টা বলেন, আমি বিস্মিত হয়েছিলাম-যখন জনগণ আমাকে অন্তর্বর্তী সরকারের প্রধান করার সিদ্ধান্ত নেয়। অনিচ্ছা সত্ত্বেও তা মেনে নিয়েছিলাম। তখন উচ্ছ্বসিত আন্দোলনকারীদের উদ্দেশে বলেছিলাম, আপনারা যদি এত ত্যাগ স্বীকার করে থাকেন, তবে আমি আমার সিদ্ধান্ত বদলাব।

সাক্ষাৎকারে জাতীয় নির্বাচন দেরি হওয়ার যৌক্তিকতা, রোহিঙ্গা সংকট ও আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করাসংশ্লিষ্ট নানা বিষয় নিয়েও আলোচনা হয়। 

Link copied!