• ঢাকা
  • সোমবার, ০১ সেপ্টেম্বর, ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২, ৯ রবিউল আউয়াল ১৪৪৬

ডাকসু নিয়ে আজ বা কালই আইনি পদক্ষেপ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৫, ০৪:৩৪ পিএম
ডাকসু নিয়ে আজ বা কালই আইনি পদক্ষেপ
আইনজীবী শিশির মনির

ডাকসু আজ কিংবা কালই আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন আইনজীবী শিশির মনির। ডাকসু স্থগিত হওয়া ইস্যুতে সাংবাদিকদের ব্রিফকালে এ কথা বলেন তিনি। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় মনে করে, এই স্থগিতাদেশ কল্যাণকর নয়; বিশ্ববিদ্যালয় ইতোমধ্যেই তার আইনজীবীদের বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপের নির্দেশনা দিয়েছেন। আশা করি আজকালের মধ্যেই পদক্ষেপ দেখতে পাবেন।

এর আগে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত ঘোষণা করে আদেশ দেন হাইকোর্ট। বিচারপতি হাবিবুল গণির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এক রিট আবেদনের ওপর শুনানিতে এ আদেশ দেওয়া হয়। আগামী ৩০ অক্টোবর পর্যন্ত এ স্থগিত আদেশ দেওয়া হয়েছে।

ডাকসু নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. গোলাম রাব্বানী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা গণমাধ্যম সূত্রে জানতে পেরেছি এই নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট। তবে কিসের ভিত্তিতে স্থগিত করা হয়েছে তা আমরা আনুষ্ঠানিকভাবে এখনো জানি না। তা ছাড়া কিসের ভিত্তিতে রিট হয়েছে তা-ও কমিশন অবগতত নন। আনুষ্ঠানিকভাবে জানার পর কমিশন এ বিষয়ে মন্তব্য করবেন বলে তিনি জানান।
ঘোষিত তফসিল অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কেন্দ্রীয় কমিটি ও হল সংসদগুলোর নির্বাচন আগমী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সূত্র: দ্য ডেইলি ক্যাম্পাস

Link copied!