• ঢাকা
  • শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২, ৬ রবিউল আউয়াল ১৪৪৬

‘মার্চ টু জাতীয় পার্টি অফিস’ ঘোষণা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৫, ০৩:১৩ এএম
‘মার্চ টু জাতীয় পার্টি অফিস’ ঘোষণা
লোগো

রাজধানীর কাকরাইলে শুক্রবার জাপা ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি এখন আইসিইউতে চিকিৎসাধীন।

এদিকে মার্চ টু জাতীয় পার্টি অফিস ঘোষণা দিয়েছে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স।

শুক্রবার (২৯ আগস্ট) রাতে সংগঠনটির ফেসবুক পোজে এক পোস্টে এ ঘোষণা দেওয়া হয়।

পোস্টে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স লিখেছে, ‘মার্চ টু জাতীয় পার্টি অফিস।’

জাতীয় পার্টি (জাপা) ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে হামলা করেছে বলে অভিযোগ তুলেছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। শুক্রবার (২৯ আগস্ট) রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ের সামনে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার পর এ অভিযোগ তোলেন তারা।

গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা বলেন, অনতিবিলম্বে গণহত্যার দায়ে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। পাশাপাশি তাদের বিচারের মুখোমুখি করতে হবে। যদি বিচার না করা হয় তাহলে ছাত্র, শ্রমিক-জনতা তাদের বিচার করবে।

Link copied!