• ঢাকা
  • রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ২ ভাদ্র ১৪৩২, ২৩ সফর ১৪৪৬

নির্মাণাধীন ভবনের পানির ট্যাংকে বিদ্যুৎস্পৃষ্টে ৩ শ্রমিকের মৃত্যু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৫, ০৯:০৩ এএম
নির্মাণাধীন ভবনের পানির ট্যাংকে বিদ্যুৎস্পৃষ্টে ৩ শ্রমিকের মৃত্যু
ছবি : সংগৃহীত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় একটি নির্মাণাধীন ভবনের পানির রিজার্ভ ট্যাংকে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে তিন নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে ই-ব্লকের ১৪ নম্বর রোডে এ দুর্ঘটনা হয়।


নিহত ব্যক্তিরা হলেন ফরিদুল ইসলাম (৪০), রাব্বি (১৭) ও লিটন (৩৫)। তাদের মরদেহ উদ্ধার করে বিকেলে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান বলেন, ‘চার শ্রমিক ওই ভবনের নিচতলার পানির ট্যাংকে কাজ করছিলেন। হঠাৎ বিদ্যুতায়িত হয়ে তিনজন ঘটনাস্থলেই মারা যান এবং একজন অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।’


ওসি আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্রমিকরা ওই ভবনের পানির রিজার্ভ ট্যাঙ্কে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে মারা গেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

Link copied!