• ঢাকা
  • রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২, ৭ রবিউল আউয়াল ১৪৪৬

ডেঙ্গুতে ২ জনের প্রাণহানি, হাসপাতালে ভর্তি ৩৩৭


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১০, ২০২৫, ০৬:৩১ পিএম
ডেঙ্গুতে ২ জনের প্রাণহানি, হাসপাতালে ভর্তি ৩৩৭
বাংলাদেশ শিশু হাসপাতালে চিকিৎসাধীন এক শিশু। ছবি : সংবাদ প্রকাশ

রাজধানীসহ সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে এই রোগে এখন পর্যন্ত ৫৪ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এতে বলা হয়, এই সময়ে ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৩৭ জন।

চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়াল ১৩ হাজার ৯৩১ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুইজনের মধ্যে একজন ঢাকায়; আরেকজন চট্টগ্রাম বিভাগের।

চলতি মাসে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১২ জনের। ১৯ জনের প্রাণ গেছে আগের মাসে। এ ছাড়া জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ৭ জন ও মে মাসে ৩ জন ডেঙ্গুতে মারা যান।

Link copied!