• ঢাকা
  • সোমবার, ০১ সেপ্টেম্বর, ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২, ৮ রবিউল আউয়াল ১৪৪৬

আরও ৮ জনের করোনা শনাক্ত


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ৩, ২০২৫, ০৭:৪০ পিএম
আরও ৮ জনের করোনা শনাক্ত
করোনা পরীক্ষা। ছবি : সংগৃহীত

প্রাণঘাতী করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৮ আক্রান্ত হয়েছেন। তবে এই সময়ে কেউ মারা যায়নি।

বৃহস্পতিবার (৩ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২১৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৮টি নমুনায় করোনা শনাক্ত হয়েছে। ফলে শনাক্তের হার দাঁড়িয়েছে ৩ দশমিক ৬৭ শতাংশ।

এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫২ হাজার ১৬২ জনে। আর মৃতের সংখ্যা ২৯ হাজার ৫২৩ জন।

বাংলাদেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ১৮ মার্চ দেশে প্রথম করোনায় মৃত্যুর ঘটনা ঘটে। বর্তমানে দেশে করোনার প্রকোপ অনেকটা নিয়ন্ত্রণে থাকলেও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ।

Link copied!