রাজধানীসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু আক্রান্ত ৪১৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার (২ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া রোগী হলেন একজন নারী। আর আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৩২২ জনই ঢাকার বাইরের।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৪৪ জন; যাদের মধ্যে ২৪ জন পুরুষ ও ২০ জন নারী।
এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৯৮ জন; যার মধ্যে ৬ হাজার ৫৬১ জন পুরুষ ও চার হাজার ৫৩৭ জন নারী।

































