• ঢাকা
  • সোমবার, ০১ সেপ্টেম্বর, ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২, ৮ রবিউল আউয়াল ১৪৪৬

করোনায় মৃত্যু নেই, নতুন শনাক্ত ১৯ জন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুন ২৬, ২০২৫, ০৫:৪৭ পিএম
করোনায় মৃত্যু নেই, নতুন শনাক্ত ১৯ জন
করোনা রোগী। ফাইল ফটো

গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারা দেশে প্রাণঘাতী করোনা ভাইরাসে আরও ১৯ জন আক্রান্ত হয়েছেন। তবে এই সময়ে ভাইরাসটিতে নতুন প্রাণহানির খবর পাওয়া যায়নি। 

বৃহস্পতিবার (২৬ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৪১২ জনের নমুনা পরীক্ষা করে ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। অন্যদিকে চলতি বছরের প্রথম দিন থেকে বৃহস্পতিবার পর্যন্ত করোনায় ১৯ জন মারা গেছেন। এরমধ্যে ১১ জন নারী ও বাকি ৮ জন পুরুষ।

স্বাস্থ্য অধিদপ্তরের জানান, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ৪ দশমিক ৬১ শতাংশ। এ ছাড়া শনাক্ত বিবেচনায় ভাইরাসটিতে মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

 

আর সবমিলিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় ২৯ হাজার ৫১৮ জনের মৃত্যু হয়েছে।

Link copied!