• ঢাকা
  • বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২, ৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

সিইসির সঙ্গে জামায়াতের বৈঠক আজ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ২৫, ২০২৫, ১০:৪৬ এএম
সিইসির সঙ্গে জামায়াতের বৈঠক আজ
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধিদল বুধবার (২৫ জুন) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসছে।

বুধবার (২৫ জুন) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নির্বাচন কমিশনের সিইসির একান্ত সচিব মো. আশরাফুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, জামায়াতের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার জন্য বেলা ১১টার সময় নির্ধারিত হয়েছে।

ইসি সূত্র জানিয়েছে, বৈঠকে জামায়াতের নিবন্ধন সনদ পুনঃপ্রাপ্তি এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

মঙ্গলবার (২৪ জুন) বিকালে নির্বাচন কমিশন জামায়াতে ইসলামীকে তাদের নিবন্ধন সনদ এবং দাঁড়িপাল্লা প্রতীক ফিরিয়ে দেয়। এতে করে দলটির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজস্ব প্রতীকে অংশগ্রহণে আর কোনো আইনি বাধা থাকল না।

২০০৮ সালে জামায়াতকে ১৪ নম্বর দল হিসেবে নিবন্ধন দিয়েছিল নির্বাচন কমিশন। তবে ২০১৩ সালে হাইকোর্টের এক রায়ের প্রেক্ষিতে সেই নিবন্ধন বাতিল করা হয়। এরপর ২০১৬ সালে সুপ্রিম কোর্টের একটি প্রশাসনিক আদেশের ভিত্তিতে বাতিল করা হয় দলটির নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লা।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!