• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২, ২৩ জমাদিউস সানি ১৪৪৭

বৃষ্টির আভাস দিল আবহাওয়া অফিস


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ১১, ২০২৫, ১২:১৭ পিএম
বৃষ্টির আভাস দিল আবহাওয়া অফিস
ছবি : সংগৃহীত

দেশের বড় অংশজুড়ে রোববারও বয়ে যেতে পারে তাপপ্রবাহ। তবে তাপমাত্রা সামান্য কমতে পারে কোনো কোনো স্থানে। আবহাওয়া অধিদপ্তর বলছে, সোমবার দেশের উত্তর ও উত্তর-পূর্ব দিকের কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা আছে। তবে মঙ্গলবার থেকে বৃষ্টির পরিধি বাড়তে পারে—এমনটাই জানিয়েছেন আবহাওয়াবিদেরা।

রোববার সকাল থেকেই রাজধানীসহ দেশের অধিকাংশ জায়গায় তীব্র গরম পড়েছে। রাজধানীতে সকাল ৯টার দিকে তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

শনিবার তাপ ছড়িয়ে পড়ে দেশের ৬২ জেলায়। শুক্রবারের চেয়ে শনিবার বেড়েছে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহের এলাকাও। আবহাওয়া অধিদপ্তরের সূত্র বলছে, আজও দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

সিলেট ও সুনামগঞ্জ বাদ দিয়ে গতকাল দেশের ৬২টি জেলায় মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যায়। এর মধ্যে গতকাল চুয়াডাঙ্গায় এ বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২ ডিগ্রি সেলসিয়াস। আর রাজধানীতে তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এটিও ছিল এ বছরের সর্বোচ্চ তাপমাত্রা।

দীর্ঘ সময় ধরে দিনে সূর্যের তাপ, বাতাসের কম গতিবেগ, দক্ষিণ থেকে আসা জলীয় বাষ্পের কমতি, বৃষ্টি না থাকা—এসব কারণেই তাপপ্রবাহ এমন বেড়ে গেছে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদেরা। আর হঠাৎ তাপমাত্রা বেড়ে যাওয়ায় বেড়ে গেছে রোগও।

এমন পরিস্থিতিতে বৃষ্টির কিছুটা সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অফিস। তবে তা সোমবার হতে পারে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারক বলেন, সোমবার উত্তরের রংপুর, ময়মনসিংহ এবং উত্তর–পূর্বের সিলেটে

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!