• ঢাকা
  • বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৭ কার্তিক ১৪৩১, ১৯ রবিউস সানি ১৪৪৬

৯৯৯-এ শিশুর ফোনে আটক ছিনতাইকারীরা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২২, ০১:৩৩ পিএম
৯৯৯-এ শিশুর ফোনে আটক ছিনতাইকারীরা

১৫ বছর বয়সী মো. সাগরের ফোনে দুই ছিনতাইকারীকে ধরেছে পুলিশ। নিজের মোবাইল ছিনতাই হলে  ৯৯৯ ফোন করে সে। এরপরই ছিনতাইকারীদের আটক করা হয়ে বলে জানান খুলশী থানার এসআই মো. আবু হাসনাত।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) খুলশী থানার এসআই মো. আবু হাসনাত জানান,  বুধবার (২৭ এপ্রিল) বিকেলে লালখান বাজারের ইস্পাহানির মোড়ে সাগরকে মারধর করে মোবাইল ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। আহত অবস্থাতেই সাগর অন্য একজনের মোবাইল থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে। ফোন পেয়ে ঘটনাস্থলে যাওয়া হয়। সাগরের দেওয়া তথ্য অনুযায়ী ও স্থানীয়দের সহযোগিতায় দুই ছিনতাইকারীকে শনাক্ত করা হয়। পরে রাত ৯টার দিকে নগরীর লালখান বাজারের বাগঘোনা এলাকায় অভিযান চালিয়ে সাকিব ও ইমনকে আটক করা হয়। তাদের কাছ থেকে মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে।

এসআই জানান,  অষ্টম শ্রেণি পর্যন্ত পড়েছে সাগর। সে এখন কাজির দেউড়ী বিদ্যুৎ অফিসে চাকরি করে।

সাগর জানায়, কাজির দেউড়ী থেকে কাজ শেষ করে বাসায় ফেরার পথে লালখান বাজারে দুইজন তাকে ডাক দেয়। তাদের কাছে যেতেই  সাগরের হাতে থাকা মোবাইল ফোন কেড়ে নিয়ে পালিয়ে যায়। পরে ৯৯৯-এ ফোন করে বিস্তারিত জানানো হয় এবং সহযোগিতার জন্য পুলিশ ছুটে আসে।

Link copied!